লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর চরাঞ্চল থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সুতিঘাট চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন জানান, স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে সুতিঘাট চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্তের চেষ্টা করে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।