আশরাফুল হক, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩শত ৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ সোহাগ বাবু ও রাজু আহমেদ নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৩।
রবিবার (০২ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১৩ অভিযান চালিয়ে গেন্দুকুড়ি বাজারের জহির মোড় এলাকা থেকে ওই দুই কুখ্যাত মাদক চোরাকারবারিকে ৩ শত ৫৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেন।
আটক চোরাকারবারি সোহাগ বাবু (২৮) হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি এলাকার আতাউর রহমান মিন্টুর ছেলে ও রাজু আহমেদ (৩৫) একই এলাকার আবদার রহমানের ছেলে। পরে ওই দুই মাদক চোরাকারবারিকে হাতীবান্ধা থানায় সোপর্দ করেন র্যাব-১৩।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আটক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।