লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও মাদক বহনে একটি অটো বাইকসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
শনিবার (৫ মে) আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই মিজানুর রহমান এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে, ৭নং পলাশী ইউনিয়নের দেওডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয় (বসুনিয়া স্কুল) সংলগ্ন উত্তর পাশে তিন রাস্তার মোড়ে ঐ মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারি আদিতমারী উপজেলার মিলন বাজার এলাকার ফয়জার আলীর ছেলে আদম আলী (২১)। এ সময় তার নিকট হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনে একটি অটো বাইক উদ্ধার করে পুলিশ। সেই সময় তার সহযোগী ওপর আসামি একই উপজেলার খারুভাজ এলাকার বছের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) ও ঐ উপজেলার সবদল এলাকার ইসমাইল হোসেনের ছেলে বিপুল মিয়া (২৪) পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতার আদম আলী ও পলাতক ২ মাদক কারবারির বিরুদ্ধে আদিতমারী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়।
আর এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক বলেন, আদিতমারি থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর হয়ে কাজ করে আসছে। এমন অভিযান ভবিষ্যতেও ব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।