লালমনিরহাটে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে রজব আলী (৮০) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার(১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আইরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি আইরখামার এলাকায় সড়ক পারাপার হচ্ছিলেন পথচারী বৃদ্ধ রজব আলী। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামি কর্ণফুলি পরিবহনের একটি যাত্রবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।