লালমনিরহাটে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(১২ জুন) সকালে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট পৌরসভার ওয়ালেছ কলোনী এলাকার শাহজাহান আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত রাজু সরকার, শিবরাম এলাকার আফজাল হোসেনের ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাদশা আলমগীর ও তালুক খুটামারা এলাকার আব্দুল বারির ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাবু শিকদার।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। পলাতক থাকা এসব সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ৩ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এরশাদুল আলম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।