লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্ণা দিবস।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় এনজিএ আরডিআর এস বাংলাদেশ এর যৌথ আয়োজনে র্যালীটি উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
যক্ষ্ণা রোগ ও এর প্রতিকার প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা খালেদ হোসেন, কনসালটেন্ট (শিশু ও নবজাতক) ডা. আজমল হক, কনসালটেন্ট (অবস) ডা. গৌতম বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক, সরকারী যক্ষ্ণা ও কুষ্ঠ নিয়ন্ত্রক সহকারী (টিএলসিএ) গোলাম সরওয়ার মুজিব, আরডিআরএস বাংলাদেশ এর সুপারভাইজার লতা পাল, টিএলসিএ গোলাম সরওয়ার মানিকসহ স্বাস্থ্য সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা।
যক্ষ্ণা নির্মুলে জনসচেতনা, খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবার, কুসংস্কার মুক্ত সমাজ ব্যবস্থা এবং কফ কাশি হলে বিলম্ব না করে হাসপাতালে আসার উপর গুরুত্বারোপ করা হয়। যক্ষ্ণা আক্রান্তদের অবহেলা না যত্নসহকারে চিকিৎসা প্রদানে সকলের প্রতি আহবান জানান বক্তরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।