শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

‎লালমনিরহাটে বিষ প্রয়োগে কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম : / ৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে বিষ প্রয়োগে এক কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের সহ ন্যায় বিচার পেতে লালমনিরহাট জেলা প্রশাসক, কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানান ভুক্তভোগী কৃষক মোঃ সফিয়ার রহমান।


‎অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরাজী দেওডোবা গ্রামের মৃত. আজগার আলীর ছেলে সফিয়ার রহমান (৫০) প্রতিবেশি শাখাতুল হুদা (ভাদু মাস্টার) এর নিকট থেকে ৩৯ শতক জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেন। যা অভিযুক্ত একই গ্রামের মৃত. বছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম অপি (৪০) ওই জমিটি বর্গা চাষে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, জমির মালিক ক্ষতিগ্রস্ত কৃষক সফিয়ার রহমানকে বর্গা দিলে রফিকুল ইসলাম অপির চক্ষুশুল হলে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১০ টার দিকে কীটনাশক স্প্রে করে সে এমন ঘটনা ঘটায় বলে জানান, ভুক্তভোগী সফিয়ার রহমান সহ স্থানীয় কবিনুর ইসলাম ও অনন্যরা।

‎সরেজমিনে গিয়ে আরো জানা যায়, অভিযুক্ত রফিকুল ইসলাম অপির ভাই আজিজুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন, একই ভাবে বিষ প্রয়োগ করে আমার ধানেরক্ষেত পুরিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কাহারা করেছে আমি তা জানিনা।

‎নাম প্রকাশে এক প্রতিবেশি বলেন, রফিকুল ইসলাম অপির বিরুদ্ধে এর আগে ও মানুষের তামাক ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছিলো। যা স্থানীয়রা জানেন। এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক সফিয়ার রহমান আক্ষেপ করে বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে প্রতিশোধ নেওয়ার অনেক কায়দা থাকতে পারে। তাই বলে, ক্ষেতের ফসলের সাথে শত্রুতা  করা ঠিক না। আমি ক্ষতিগ্রস্ত একজন সাধারণ কৃষক হয়ে এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।

‎আর এ বিষয়ে, অভিযুক্ত রফিকুল ইসলাম অপির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসাতে কেউ চক্রান্ত করছে।

বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক এর সাথে কথা বললে তিনি বলেন, সফিয়ার রহমান নামে একজন কৃষক আমার দপ্তরে অভিযোগ  জানিয়েছেন। এর পেক্ষিতে আমার কর্মকর্তা ওই জমি পরিদর্শন করেছেন। আর ওই ক্ষতিগ্রস্ত কৃষককে গম অথবা সরিষার বীজ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন এ কর্মকর্তা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর