প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ৩:২৮ অপরাহ্ণ
লালমনিরহাটে মাদক সেবকের দায়ে যুবকের কারাদন্ড!
লালমনিরহাটে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে হৃদয় মিয়া (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার(১৪ মে) সন্ধায় সদর উপজেলার তিস্তা রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবেল রানা।
সাজাপ্রাপ্ত হৃদয় রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক নিয়ন্ত্রনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে তিস্তা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবেল রানা।
এ সময় প্রকাশ্যে মাদক সেবনের সময় হৃদয় নামে এক যুবককে আটক করা হয়।মাদক সেবনের কথা স্বীকার করায় আটক যুবক হৃদয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবেল রানা। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত হৃদয়কে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.