আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতা:পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,পরিস্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে চেম্বার ভবনে সভাপতি আলহাজ্ব শেখ আবদুল হামিদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। বিশেষ
অতিথিবৃন্দ ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমূখ। উক্ত আলোচনা সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির সহ পরিচালকবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।