আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) জোনাল ব্যবস্থাপক খাইরুল ইসলামের পদায়ন বাতিল চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা লালমনিরহাটের সার্কিট হাউস রোডস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।
ওই সময় রাকাব লালমনিরহাট শাখার ব্যবস্থাপক আব্দুস ছালাম বলেন, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ের বদলী আদেশ নং প্রকা/কব্যবি-১০/২০২৫-২০২৬/৯৮৫(২) মূলে বহুল বির্তকিত জোনাল ব্যবস্থাপক খাইরুল ইসলামকে রাকাব, লালমনিরহাট জোনাল ব্যবস্থাপক হিসেবে ২য় বারের মত পদায়ন করায় সকল কর্মকর্তা/কর্মচারীরা ভয়ে ও ক্ষোভে ফেটে পড়েন। তারেই এই পদায়ন বাতিল চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
তিনি আরো বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর এই খাইরুল ইসলাম অনেক অনিয়মের সঙ্গে সংযুক্ত ছিলেন। তিনি জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিলে বিভিন্ন শাখা পর্যায়ে বীমা কমিশন, পছন্দসই ব্যবস্থাপক পদায়নের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ বাণিজ্য আবারো করতে রাজনৈতিক চাপ প্রয়োগ করে এই বদলি আদেশ করেছেন।
মানববন্ধনে রাকাব ব্যবস্থাপকরা বলেন, এরআগে খাইরুল ইসলাম তিনি শুধু লালমনিরহাট জোনে দায়িত্ব পালনকালে ৯৩ জন কর্মকর্তা/কর্মচারীকে ব্যাখ্যা তলব করেছিলেন। যাকে অস্বাভাবিক নির্যাতন করেন। ফলে একই ব্যক্তিকে লালমনিরহাট জোনে পুনরায় বদলি করে জোনাল ব্যবস্থাপকের দায়িত্ব প্রদানে শাখা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভয় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে, তাকে প্রথমে রংপুর বিভাগীয় অফিসে বদলি করা হলে রংপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে ওইদিনেই পুনরায় প্রধান কার্যালয়, রাজশাহীতে বদলি করা হয়। এ কারণে ৫ আগস্ট-পরবর্তী ২১ আগস্টে নীলফামারী জেলার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক তিনি অবাঞ্ছিত ঘোষিত হন। এই বিক্ষোভের মাধ্যমে বক্তাগণ তাকে লালমনিরহাট জোনে অবাঞ্চিত ঘোষণা করেন এবং খাইরুল ইসলামের বদলী আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।