লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ ০১ জনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
বুধবার (৩ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে জেলার আদিতমারী উপজেলায় ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ এক জনকে আটক করেছেন আদিতমারী থানা পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর নির্দেশে এস-আই/কমল কিশোর ঘোষ এর নের্তৃত্বে প্রতিদিনের বিশেষ অভিযানের অংশ হিসাবে আদিতমারী উপজেলার ০৪ নং সারপুকুর ইউপির মসুর দৈলজোড় মৌজাস্থ মসুর দৈলজোড় (বালাপাড়া) গ্রামস্থ আবু বক্কর সিদ্দিক (৫২) (বাক্কার) এর বসতবাড়ীর দক্ষিন ভিটার উত্তর দুয়ারী আধাপাকা দোচালা টিনের মাঝখানের শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামি আবু বক্কর আদিতমারী উপজেলার মসুর দৈলজোড় (বালাপাড়া) এলাকার মৃত ওসমান গনির ছেলে। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৫ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৪ (খ) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।