লালমনিরহাট জেলা শহরের ৮টি ক্লিনিককে ২৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কেয়ার ডায়াগনোসিস নামে ১টি প্যাথলজি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
সোমবার (৩০মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমান ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ক্লিনিক ও ৪টি প্যাথলজিকে ওই জরিমানা করে।
এরমধ্যে শাপলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা, লালমনিরহাট প্যাথলজিকে ৩হাজার, আকাশ ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিসকে ৫হাজার, অতিথি ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিসকে ৫হাজার এবং বগুড়া ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিসকে ৫হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এদিকে লামিয়া প্যাথলজির কাগজপত্র ঠিক থাকায় কোন জরিমানা করা না হলেও কেয়ার ডায়াগনোসিস নামে একটি প্যাথলজির অনুমোদনের জন্য কোন আবেদন না করায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
অভিযানে সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সদর থানার এসআই মাইনুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ, সরকারী হাসপাতালের স্বাস্থ্যসেবার দুর্বলতাকে পুঁজিকরে জেলা শহরের বিভিন্ন অলিতে গলিতে গড়ে উঠে ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার। জেলায় মোট ৩৬ টি ক্লিনিক ও প্যাথলজির মধ্যে ২৩টিরই কোন অনুমোদন নেই। এসব অনুমোদনহীন ক্লিনিক ও প্যাথলজিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।