প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ
শতাধিক শিক্ষক সাথে নিয়ে মুজিব দেখলেন আনিসুর রহমান মাষ্টার
বাংলাদেশের স্থপতি,সর্বকালের সর্বশেষ্ট বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের আর্দশের উপর ভিত্তি করে নির্মিত "মুজিব" একটি জাতির রুপকার' চলচিত্রটি শতাধিক শিক্ষকদের সাথে নিয়ে দেখেছেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে যমুনা ফিউচার পার্কে গিয়ে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন শতাধিক শিক্ষক সিনেমাটি দেখেন। চলতি মাসের ১৩ তারিখ সারাদেশে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব: একটি জাতির রুপকার।
গাজিপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার বলেন,এই ছবিটি হলো একটি জাতির প্রেরণা,এই ছবিটি হলো একটি জাতির প্রত্যয়। মুজিব একটি জাতির রুপকার সিনেমার মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রতিজ্ঞা সৃষ্টি হবে। একই সাথে শতাধিক শিক্ষক একসাথে সিনেমাটি দেখার সুযোগ পেয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.