শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি / ৫২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন- ১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুদ্দুস নগর নবদীগন্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মহানগরীর কোনাবাড়ী কুদ্দুস নগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল সরকারের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন এ ফাইনাল খেলার উদ্বোধন করেন।

উক্ত খেলায় ইসলাম গ্রুপকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন প্রাইজমানি অজর্ন করে জামিলা আক্তার ফুটবল একাদশ। খেলার
শুরুতে ১৫ মিনিটের সময় ৮ নম্বর জার্সি পরিহিত খোলোয়ার সাকিবের জাদুকরি পায়ের গোলে দলকে লিড এনে দেয়া। পরে প্রথমার্ধের শেষ মুহুর্তে দ্বিতীয় গোল করে দলকে ২-০ তে
লিড এনে দেন ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মনির মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন,প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার, কোনাবাড়ী থানা মহিলা দলের সভাপতি মিসেস স্বর্ণা চাকলাদারসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

খেলার পুরোটি সময় ধরে ধারাবিবরণীতে দর্শক মাতিয়ে রাখেন হাবিবুর রহমান হাবিব। আয়োজক কমিটির সদস্য সাগর বলেন,
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতেই মূলত এ আয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর