মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় আমড়াখালী চেকপোস্ট থেকে সতের হাজার টাকার জালনোটসহ ০২ জন চোরাকারবারিকে আটক করেছে যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১সেপ্টেম্বর) রাতে আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সতের হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলো, বেনাপোল পাটবাড়ী গ্রামের আলমগীর এবং একই গ্রামের সাব্বির।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করে আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।