রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে দরজা বদ্ধ কক্ষ থেকে প্রধান শিক্ষাকার অর্ধগলিত লাশ উদ্ধার   গাজীপুর-৪ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জাবি জিএস মাজহারুল ইসলাম কোনাবাড়ি বসত বাড়ীতে আগুন,৯ ঘর পুড়ে ছাই নির্বাচনী পথসভায় খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মজিবুর রহমান উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী পাঠান আজহার আদিতমারীতে অনগ্রসর জনগোষ্ঠিকে নিয়ে কর্মশালা  সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! গাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত জাপানের আন্তর্জাতিক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ১২ শিক্ষার্থী

শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস আসতে আসতে অগ্নিকান্ডে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, আসবাবপত্রসহ কক্ষের সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জন্ম নিবন্ধনেরও আবেদনের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে দফাদার ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোয়া দেখতে পান। পরে নিচে নেমে এসে দেখেন সচিবের কক্ষে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনে কক্ষের অনেক কিছু পুড়ে গেছে। কোনো সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে থাকা অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর