মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-
যশোরে মাদক মামলায় শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মোহাম্মদ রফিকের সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (৬ মে) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে শার্শা উপজেলার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে থেকে ২শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ রফিককে আটক করা হয়। এ ঘটনায় মামলার রায় ঘোষণার দিনে তাকে এ সাজা প্রদান করা হয়। রফিক পলাতক রয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।