সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে পানিতে ডুবে জিহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গিয়ে শিশুটি গভীর পানিতে ডুবে যায়। এসময় অন্যান্য সহপাঠীরা তার ডুবে যাওয়া দেখে চিৎকার করলে প্রতিবেশী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া তাকে মৃত্যু ঘোষণা করে।
শিশু জিহাদ বড় মহারাজপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। এ ঘটনায় জিহাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।