সিরাজগঞ্জের শাহজাদপুরে আ’লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। রোববার সকাল ১১ টায় শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশিডং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপির আহবায়ক ড. এমএ মুহিতের শ্রীফলতলার বাসভবনে সকল দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে আ’লীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি রুমান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা আমির হোসেন সবুজ ও হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম নান্নু।
এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে, বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আ’লীগ পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, উপজেলা আ’লীগের সদস্য রাজীব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।