সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ (৩২) পৌর সদরের দ্বারিয়াপুর হালিয়াঘাটি নতুন পাড়ার মোঃ হানু শেখের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৫জুলাই) সকালে গোপন সংবাদদের ভিত্তিতে এসআই গোপাল মন্ডলের নেতৃত্বে এএসআই সুমন মন্ডলসহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মনিরামপুরে শাহজাদপুর সরকারী কলেজের পিছনে থেকে ১০ লিটারের ৫টি জারে ৫০ লিটার দেশীয় চোলাইমদসহ হাতেনাতে মোঃ মাসুদকে গ্রেফতার করে থানা পুলিশ।
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি অপারেশন আবু সাঈদ জানান, পূর্বের তার বিরুদ্ধে মাদক মামলা ছিল এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।