সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, এনায়েতপুর থানার ইন্সেপেক্টর মো. আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রতন বসাক, সাধারণ সম্পাদক মানিক সরকার, অসীম কুমার সাহা বাণী প্রমূখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলার ৯১টি মন্ডপের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তরা শারদীয় দূর্গাৎসব পালনে নানা সমস্যার কথা তুলে ধরে সে সমস্যা ও প্রতিকূলতা দূর করে সরকারের নিয়মনীতি মেনে শারদীয় দূর্গাৎসব পালনে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।