বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠি’ শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী লাভলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মণিরুল গণি চৌধুরী শুভ্র। আজ শনিবার সন্ধ্যায় রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত এ কমিটি ঘোষণা করেন। এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনপ্রিয় চলচিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল এবং সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের উপদেষ্টা মন্ডলী এবং ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অনুমোদন দেন।
এর আগে এদিন বিকেলে রবীন্দ্র কাচারি বাড়িতে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল। পরে কাছারি বাড়ি অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠি, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌসী লাভলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত। এছাড়া আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনপ্রিয় চলচিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে এদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আমন্ত্রিত এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির শিল্পীরা সংগীত, নৃত্য ও অভিনয় পরিবেশন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।