বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা বিএনপি'র বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শণ শেষে সমাবেশ করতে নিলে পুলিশ বাধা প্রদাণ করে বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।
শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হিরু জানান, 'রাজধানী'র মিরপুরসহ সারাদেশে বিএনপি'র শান্তিপুর্ণ কর্মসুচিতে আইন-শৃঙ্খলা বাহনী ও আওয়ামীলীগের যৌথ হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কর্মসুচি'র অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় শেষের দিকে পুলিশ বাধা সৃষ্টি করে।'
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু'র সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফের সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. আমির হোসেন সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, যুগ্ম-আহবায়ক মো. জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. নাদিম শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মামুন জুয়েল প্রমুখ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ জানান, ' উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতায় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।'
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।