সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাছারি বাড়ী অডিটোরিয়ামে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিক আহম্মেদ এর সঞ্চালনায় শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন বিটিভির তালিকা ভুক্ত কন্ঠ শিল্পী মো. মেজবাহ্ রানার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “তুমি রবে নীরবে হৃদয়ে মম” অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন, বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক আখতার উদ্দিন মানিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের নৃত্য শিল্পী নাদিয়া, লিপি, মিমি ও অন্তরা কুন্ডু। এবং সংগীত পরিবেশন করেন, বিধান কুন্ডু, হানিফ, খালেক, নাজমুল, আশরাফুল ইসলাম বাবু, তিথি, মানতাসা, সুমনা, নামিরা, আত্তা খান ও মেজবাহ্ রানা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।