নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় ওয়ান শুটারগানসহ মামুন প্রামানিক(২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামী মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের পর্বত প্রামাণিকের ছেলে।
শাহজাদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মামুন প্রামাণিককে আটক করা হয়।
এসময় তার ঘরের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।