শিরোনামঃ
আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের মে দিবসের প্রস্তুতি সভা লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সমাবেশ রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত সিরাজগঞ্জে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ পেলেন ৩১ জন প্রার্থী অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্য বিনিয়োগ ও ভূরাজনীতি এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপন মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান গ্যাস খাতে বড় সংস্কার করবে পেট্রোবাংলা মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান গাজীপুরে ৭ একর বনভূমি উদ্ধার যোগ্যতা ও উন্নয়ন দেখে ভোট দিন-খলিলুর রহমান; কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন তীব্র তাপদাহ,গাজীপুরে এক দিনে ২৩ ডায়েরিয়া রোগি ভর্তি কালিয়াহরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার চালের বিকল্প হিসেবে গম আমদানি করছে সরকার বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক আর নেই এবার ৪৫ টাকা কেজিতে চাল ও ৩২ টাকায় ধান কিনবে সরকার

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার:

শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কলমের বার্তা / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

৫৭ সদস্যবিশিষ্ট ঐহিত্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শাহজাদপুর প্রেস ক্লাবের আহবানে ‘প্রেস ক্লাব,শাহজাদপুর’ ও ‘শাহজাদপুর মডেল প্রেস ক্লাব’ এর সকল সাংবাদিকরা একাত্তত্বা প্রকাশ করে ‘প্রেস ক্লাব, শাহজাদপুর’ ও ‘শাহজাদপুর মডেল প্রেস ক্লাব’ বিলুপ্ত করে শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

সোমবার (২৭ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থা হলরুমে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুস্তাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), আবুল কাশেম (নয়াদিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক), কোরবান আলী লাভলু (সমকাল), এমএ জাফর লিটন (যায়যায়দিন), মো. আল আমিন হোসেন (দিনকাল), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), জাকারিয়া মাহমুদ (মাইটিভি) প্রমূখ। বক্তব্যে সাংবাদিকতা পেশাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দায়িত্বপালনের আহবান জানান বক্তারা।

পরে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি পদে বিমল কুমার কুন্ডু (সংবাদ), সাধারন সম্পাদক পদে মুস্তাক আহমেদ (প্রান্তিক সংবাদ) নির্বাচিত হন। কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল কাশেম (নয়াদিগন্ত), ওমর ফারুক (এশিয়ান টিভি), এমএ জাফর লিটন (যায়যায়দিন), যুগ্ম সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন (দিনকাল), মামুন রানা (সিরাজগঞ্জ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), অর্থ বিষয়ক সম্পাদক মো. শামছুর রহমান শিশির (এ যুগের দীপ), দফতর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু (সমকাল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বসাক (করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ) ও কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) ও শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক) নির্বাচিত হন।
এছাড়া, শাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিকে আজীবন সদস্য পদে ভূষিত করা হয়।

92


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর