সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ও মিষ্টান্নতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় শাহজাপুরে ভ্রম্যমান আদালত জরিমানা করেছেন।
২০ শে জুন সোমবার বিকেলে পৌর শহরের সোনালী ব্যাংকের নিকটস্থ হাজী ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২৫ হাজার টাকা ও মোদক মিষ্টান্নতে অস্বাস্থ্যকর পরিবেশ এর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত।
ভ্রম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।
উল্লেখ্য, হাজী ফার্মেসি থেকে বাড়াবিলের ফাহিম ডেইরি ফার্ম থেকে ক্রয় করে একটি গাভিকে ঔষধ (মেয়াদ উত্তীর্ণ) সেবন করালে গাভীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ফার্মের মালিক রফিকুল ইসলাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।