প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
শিক্ষক নরুন্নাহারের মৃত্যুতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/IMG-20230831-WA0011.jpg)
উজান সংস্থা ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গাজীপুর এর সহযোগিতায় এবং শিক্ষক, সুপারভাইজার ও কর্মকর্তাদের আয়োজনে মরকুন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নাহার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর আওতায় পরিচালিত - গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭ নং ওয়ার্ডের মরকুন এলাকায় অবস্থিত স্কুলে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উজান গাজীপুর এর জেলা প্রোগ্রাম ম্যানেজার সাইফুর রহমান'র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক
মোঃ আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওওএসসি, উজান, গাজীপুর এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, ডেপুটি ম্যানেজার মনিটরিং মোঃ মাহবুবুর রহমান,গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬, ৪৭ ও ৪৮ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোসাঃ হামিদা বেগম, আরবান প্রোগ্রাম ম্যানেজার- মোঃ বাবুল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকরাম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সুপারভাইজার ও শিক্ষক বৃন্দ। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করে রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.