দেশের বন্যাকবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বন্যার্তদের আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর পাশাপাশি বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশি মঙ্গলবার আরও তিনটি নির্দেশনা জারি করেছে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা নিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে কয়েকটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।
নির্দেশনাগুলো হলো– বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রতিটি জেলা, উপজেলা, থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলতে হবে এবং সার্বিক অবস্থা মাউশি অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অবহিত করতে হবে।
এ ছাড়া প্রতিষ্ঠানের আসবাব ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।