সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল, ৫ বছরের পলাত আসামি সেলিম রেজাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা হতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জি আর মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, শিবগঞ্জ থানার, ছোট হাদিনগর গ্রামের আকবর আলীর ছেলে সেলিম রেজা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সেলিম রেজা মাদক মামলার আসামি তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।