শিরোনামঃ
শীত
কবিতা
ধনী খোঁজে শীতে ওম
পোশাকের বাহারে।
গরিবেরা অনাহারে
কী যে কষ্ট আহারে?
ধনী শীতে হটপটে
ভূরি ভোজ সারে।
শীত এলে গরিবের,
আহাজারি বারে।
ধনী শীতে কফি খায়,
খায় ভাপা পিঠা
গরিবের ডাল,ভাত
তিন বেলা মাপা।
লেখক :
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







