প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কোনাবাড়ী থানা শাখার কমিটি গঠন
গাজীপুরের কোনাবাড়ী থানা শাখার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন কমিটি ঘোষণা করেছেন মহানগর কমিটি। শাওন সরকারকে সভাপতি এবং মো.হাবিবুর রহমান (হাসানকে) সাধারণ ডায়েরি করে এই কমিটি ঘোষণা করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মহানগর কমিটির সভাপতি হেলাল উদ্দিন হেলাল এবং সাধারণ সম্পাদক অমিত শাহা স্বাক্ষরিত চিটিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কোনাবাড়ী থানা শাখার
পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও সাংগঠনিক তৎপরতা না থাকায় বিলুপ্তি ঘোষণা করা হলো। একই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হলো।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আলী খান, মো.নাউন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে
সাব্বির খান (রোকন),রায়হান, হাফিজুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাতুল মুফতী ও মো.
রাতুল এর নাম উল্লেখ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.