কামরুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার :নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার, বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টা থেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জার সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগন্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মিন্টু সন্ঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জা,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগন্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য, গোলাম হোসেন চৌধুরী পিপুল,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফ প্রমূখ।
উল্লেখ্য আলোচনা ও দোয়া মাহফিল শেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।