পরে জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর শেহেরিন সেলিম রিপন রেলওয়ে কলোনী জিআরপি থানার সামনে আদিবাসী সার্বজনীন পুজা মন্দির পরিদর্শনে যান। এ সময় মন্দিরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিয় কালে বলেন, দেশরত্ম শেখ হাসিনা সরকার বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের পুজা উদযাপন নির্বিঘঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনসহ সার্বিক সহযোগিতা করেছেন। শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় আসলে এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
আদিবাসী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দ তাদের মন্দিরের সংকটের কথা উপস্থাপন করলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হবার সুযোগ দিলে আগামীতে তিনি মন্দির নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্দির কমিটির নেতৃবৃন্দরাও আগামীতে দেশরত্ম শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক উপহার দিলে নৌকা বিজয়ে স্বত¯ফুর্তভাবে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। মতবিনিময় কালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কেন্দ্রীয় কমিটি সভাপতি সিপন চন্দ্র সিং ও জেলা কমিটির সভাপতি নিবিরসাহাসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।