প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অবস্থিত এম.এম নীটওয়্যার লিঃ কারখানার শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার চেয়ে কাজ বন্ধ করে দেয় অন্যান্য সহকর্মীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮ টার সময় শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করে। বেলা সাড়ে ১১ টার সময় তারা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। শ্রমিকরা বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে অনতিবিলম্বে সেই সব মামলা প্রত্যাহার করতে হবে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিক্ষোভের মুখে দুপুর পৌনে দুইটার সময় কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা কাজ না করে সবাই বাসায় চলে যায়।
এবিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, শিল্প পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তিনি আরো বলেন,
মামলাটি শিল্প পুলিশ তদন্ত করছেন। এখনো পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা যায়নি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.