মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপজেলা পরিষদ চত্তরে "মুক্তির মঞ্চে" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মির্জাপুর পৌরসভা সহ ১৪ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্প স্তবক অর্পনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।