জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির প্রায় ৭০০ কেজি চাল জব্দ ও আজাদ নামে এক ব্যবসায়ীকে দু’শত টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রাম গ্রাম থেকে অটোগাড়ী ও ভ্যান ভর্তি প্রায় ৭০০ কেজি সরকারি চাল বিক্রির জন্য আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারে যাওয়ার পথে ওই ইউনিয়নের বেড়ার ঘর নামক এলাকায় ওই ব্যবসায়ীর চাল জব্দ ও জরিমানা করা হয়। চালের সরকারি মূল্য প্রায় ২৮ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোকলেচ আল আমিন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম ও ক্ষেতলাল থানা পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।