সিরাজগঞ্জের সলঙ্গায় ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ টিটু সিকদার(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩০ এপ্রিল) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ২৯ এপ্রিল রাত ৮টার দিকে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে বরাত আলীর চা’য়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১টি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ কর হয়েছে।
গ্রেফতারকৃত আসামী, বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী গ্রামের রহিম সিকদারের ছেলে টিটু সিকদার (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।