সিরাজগঞ্জের সলঙ্গায় গরু চুরি মামলায় একটি পিকআপ গাড়ী উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে থানার ঘুড়কা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামী,সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব (নানীরবাড়ী) গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে বাদশা মিয়া(২২), দিনাজপুরের বিরগঞ্জ থানার নাগরগঞ্জ গ্রামের মানিক মিয়া'র ছেলে রাজু (২৮), ময়মনসিংহ ধোবাউড়া থানার পুর্বসালকোনা গ্রামের মৃত জামালের ছেলে মোবারক হোসেন বাবু(১৯),বান্দরবানের লামা থানার কালামিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বাবুল মিয়া (২২) ও মৃত আঃ রশিদের ছেলে বারেক (২২) কে আটক করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ কে.এম. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।