প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ণ
সলঙ্গায় মা’কে পিটিয়ে হত্যা, ছেলে আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকাসক্ত ছেলের মারপিটে মা চায়না খাতুন (৬০) নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন জেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চায়না খাতুনকে মারপিট করে করে শরিফুল। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হলে রাত দশটার দিকে মারা যায় আহত চায়না খাতুন। খবর পেয়ে রাতেই ঘাতক সন্তান শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
নিহতের মেয়ে হাসি খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.