সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের পক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।তিনি গত গত (২৮ আগষ্ট) পদন্নোতি পাওয়ার পর প্রায় চার মাস পর নিজ মাতৃভূমিতে আসেন।আসাদ উদ্দিন সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের (সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসা সাবেক শিক্ষক) মো.আলিম উদ্দিনের ছেলে।
শনিবার সন্ধ্যায় নাইমুড়ী বাজারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,সহ-সভাপতি মোঃ আলী আশরাফ,কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ মুকুল হোসেন, তুষার,আলিম, নাজমুল,সোহেল রানা,আরিফুল, জায়েদ,রতনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন এর সঙ্গে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট-বিশিষ্ট আইনজীবী নেতা মো: আজমত হোসাইন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মো: নুরুল্লাহ শাহীন, কিউ এন্ড এ প্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সি ই ও জাহাঙ্গীর আলম, হুয়াওয়ে টেকনোলজির সাপ্লাই চেইন ম্যানেজার সালাউদ্দিন বাপ্পি, বিশিষ্ট ব্যাংকার আব্দুল হান্নান,আতিকুর রহমান, গৌরাঙ্গ, তারেক পাঠান,মিজানুর রহমান মামুন,রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক,সাইফুল ইসলাম,শাওন পারভেজ,মুজাহিদুল ইসলাম ও কারীব, এডভোকেট আবু দাউদ, গোলাম রব্বানী, আলামিন সরকার প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের পক্ষে (১১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জাস্টিস (আইআইজে)-এর কর্মশালায় বাংলাদেশের পক্ষে কলম্বো,শ্রীলঙ্কাতে প্রেজেন্টেশনে অংশ গ্রহন করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন বলেন,আমি আপনাদের সন্তান আমি আগে যে রকম ছিলাম, এখনো আমি সে রকমই আছি।আমি যত বড় পদ পদবী পাই না কেনও আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই।রাষ্ট্র আমাকে একটা দায়িত্ব দিয়েছে তা জানি আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আপনারা শুধু আমার জন্য এতোটুকুও দোয়া করবেন।আপনাদের দোয়া ও ভালবাসাই হবে আমার আগামীদিনের পথ চলা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।