সিরাজগঞ্জের সলঙ্গায় ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে র্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন লালামনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কছর আলীর ছেলে মফিজুল ইসলাম (৩০), একই উপজেলার কাশিরাম গুড়াতিপাড়ার জহির আলীর ছেলে রবিউল ইসলাম (২৪) ও সুতধার গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বাগীচাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।