সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক,চুরি,ছিনতাই,জুয়া,সন্ত্রাস, জঙ্গীবাদ,ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রয়ারি) বিকেল ৪ ঘটিকার সময় সলঙ্গা থানা পুলিশ পুলিশর আয়োজনে ভুইয়াগাতী বাজার এলাকায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহিদুল ইসলামের সভাপতিত্বে সলঙ্গা থানার সেকন্ড অফিসার ও ঘুরকা বিট অফিসার এস আই আলমগীর এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,রায়গঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার,সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সবুজ রানা,সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য আহসান হাবিব আসলাম,সরকারি বেগম নূরনাহার তর্কবাগীশ কলেজের প্রভাষক সাজন,স্থানীয় ইউপি সদস্য বাবলু কুমার সুত্রদর প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বাল্যবিয়ে, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধে সকলকে সচেতন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।তাছারাও সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।