সলঙ্গায় শহীদ মডেল স্কুলে শতভাগ পাশ, উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুল সলঙ্গা শাখায় এবারের এসএসসি পরীক্ষায় অর্জন করেছে শতভাগ পাশের গৌরব। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়জুড়ে বিরাজ করছে আনন্দের আমেজ। শিক্ষার্থীদের এই সফলতায় অভিভাবক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং শিক্ষক-অভিভাবকদের নিবিড় পর্যবেক্ষণের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এস.এস.সি পরীক্ষায় বিভিন্ন স্কুল থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে রেজিষ্ট্রেশন করে শহীদ মডেল স্কুলটিতে নিয়মিত ক্লাস করে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৬ জন শিক্ষার্থী। সকলেই বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলছে, নিয়মিত ক্লাস, সময়মতো মডেল টেস্ট এবং শিক্ষকদের অনুপ্রেরণাই তাদের সফলতার পেছনে মূল ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
অভিভাবকরা জানান, শহীদ মডেল স্কুল এখন এলাকার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।
সলঙ্গা শহীদ মডেল স্কুলের পরিচালক মোঃ ফাহাদ বাদশা বলেন, “আমাদের লক্ষ্য ছিল শুধু পাশ করানো নয়, ভালো ফলাফল অর্জন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।
নিয়মিত ক্লাস, মডেল টেস্ট এবং বিশেষ প্রস্তুতির ব্যবস্থা ছিল। আগামীতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।








