সিরাজগঞ্জের সলঙ্গায় ৪ কেজি গাঁজাসহ লিখন সরকার (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার (১৩ মার্চ) সকালে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের সামনে অস্থায়ী পুলিশ চেক পোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশী করাকালে পতেঙ্গা হতে রংপুর গামী সাকিন পরিবহন যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৮১৮৮) তল্লাশীকালে উক্ত বাসের যাত্রী বগুড়া শেরপুর থানার সিমাবাড়ী গ্রামের রাসেল সরকারের ছেলে লিখন সরকারের স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি লিখন সরকারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।