সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,রায়গঞ্জ একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহঃ নূরুন্নবী মিয়া।
নির্বাচনে ৮ জন অভিভাবক সদস্য অংশ গ্রহন করেন। মোট ৫১৮ জন অভিভাবক সদস্যের মধ্যে ৩৭২ জন অভিভাবক তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
এর মধ্যে প্রথম স্থানে নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা ২১৩ ভোট,দ্বিতীয় স্থানে আব্দুল মমিন ২১০ ভোট,তৃতীয় স্থানে জাহাঙ্গীর আলম ২০০ ভোট ও চতুর্থ স্থানে প্রাণ গোবিন্দ ঘোষ ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সকল অভিভাবকগণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।