সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় পুরোদমে ধানকাটা মাড়াই শুরু হয়েছে। যার ফলে ধানকাটা শ্রমিক সংকটে পড়েছে এলাকার কৃষক।এদিকে সময়মতো জমির পাকা ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। তাদের এই সংকটে পাশে দাঁড়িয়েছেন,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান রাসেল তালুকদার।
সোমবার দুপুরে চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদারের উদ্যোগে ধুবিল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ,ধুবিল ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,ধুবিল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার,ইউপি সদস্য আব্দুল মোন্নাফ শেখ ও ইউপি সদস্য আতাউর রহমানসহ প্রায় ৩০ জন নেতাকর্মীদের নিয়ে ধুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামের কৃষক তৈয়ব আলী এবং আব্দুল জাব্বারের ৩বিষা জমির পাকা ধান কেটে দেন।
এব্যাপারে চেয়ারম্যান রাসেল তালুকদার জানান,ধানকাটা শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কাটতে পারছিলেন না অনেক কৃষক। তাই কৃষকের ফসল কেটে ঘরে তুলে দেওয়ার জন্য ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।