সিরাজগঞ্জের সলঙ্গায় অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়ারা।
সোমবার (২১ আগষ্ট ) ২ টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী এলাকায় নন্দকুশা গ্রামের বাহাজ মন্ডলের অটো ভ্যান নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কাটারমহল গ্রামের শুকুর আলীর ছেলে। তার তথ্য মতে রাতে সলঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সলঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ শেখ কে আটক করেন।এসময় আরোও তিনটি ভ্যান উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,নন্দকুশা গ্রামের বাহাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে ওই চোর পালিয়ে যাচ্ছিলেন।এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। পরে শলী বাজারের পূর্ব সাইডে লোকজন সড়কে গতিরোধ করেলে অটোরিকশা উল্টে সড়কের নিচে পরে যায় এসময় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, স্থানীয়রা এক চোরকে পুলিশে দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার তথ্য মতে রাতে অভিযান চালিয়ে ৩টি অটোসহ সবুজ নামে এক চোর কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।