সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার একটি নতুন ভবন নির্মাণের কাজ আর্থিক সংকটে স্থগিত হয়ে পরেছে।
এই অঞ্চলের মানুষের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৮ সালে মাদ্রাসাটি নির্মাণ হয় । বর্তমানে শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে,এখানে নূরাণী মক্তব বিভাগ,হেফজ বিভাগ,কিতাব বিভাগ,জামাতে নাহবেমীর পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।এখানে ১৫০ জন ছাত্র পাঠদান করছে এবং ৬ জন শিক্ষক নিয়মিত পাঠদান দিয়ে যাচ্ছেন উক্ত প্রতিষ্ঠানে ।
শুধু তাই নয় এখানে ৩০ জন ছাত্র লিল্লাহ বডিং এ থাকেন এবং উক্ত মাদ্রাসা থেকে তাদের তিন বেলা খাবার দেওয়া হয়।
এই দ্বীনি প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে অনেক কষ্টে চলছে । ইতিমধ্যে বন্ধ হওয়ার পথে ভবন নির্মাণের কাজ ও রয়েছে অনেক খাতে আর্থিক ঘাটতি।
খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওঃ মোঃ শাহাদত হোসাইন বলেন, ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে এলাকার এবং দেশ ও দেশের বাহিরের সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করছি ।
তিনি আরোও বলেন,এই মাদ্রাসা আল্লাহর দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোমলমতি শিশুদের জন্য দয়াকরে সবাই সহযোগিতা করবেন ।
যদি বিত্তবান কেউ সাহায্য করতে চান তাহলে যোগাযোগ-
বিকাশ একাউন্টঃ- ০১৭৪০-৫৬৯৭৬৪ (পার্সোনাল)
ব্যাংক একাউন্ট নং-২০৫০৩১৭০২০০৮২৭০১৬ ইসলামি ব্যাংক, উল্লাপাড়া শাখা, একাউন্ট নাম (খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসা) ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।