সিরাজগঞ্জের সলঙ্গায় ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ যুবলীগ নেতা আব্দুল্লাহ (২৭) কে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার রাতে উপজেলার পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানার পাঁচলিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পাঁচলিয়া বাজার এলাকায় নির্মানাধীন ফ্লাইওভারের নিচে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।